২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই শাবান, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:৫৯| শীতকাল|
শিরোনাম:
পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৯৭ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২ কাপাসিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাকসুদা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

হুমকির মুখে কৃষক ইয়ারুল বিশ্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 54 Time View

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের ইয়ারুল বিশ্বাস (৫০) দুই বছর আগে নিজ জমিতে একটি সেচ মোটর বসান,ইয়ারুল বিশ্বাসের সাথে কথা বলে জানান, সে ছয় লক্ষ টাকা খরচ করে মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে চাষির জমিতে সেচ দিচ্ছেন, ইয়ারুল বিশ্বাসের প্রায় চল্লিশ বিঘা জমিতে সেচ দিচ্ছেন, কিন্তু ইয়ারুলের প্রতি হিংসা করে মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের শেরফুল এনাম (৫৫) পিতা মৃত মোহাম্মদ আলী, বিভিন্ন ভাবে ইয়ারুল বিশ্বাসকে হুমকিদিচ্ছে,

বলে জানান যে পার্শ্ববর্তি সেচ মোটর মালিক আব্দুল হালিম বলেন যে শেরফুল এনাম ইয়ারুলের মোটরের পাইপ ও মোটর ভেঙে দিবেন এবং ইয়ারুল বিশ্বাসকে মারধোর করবেন, শেরফুল এনাম এর দাবি যে ইয়ারুলের মোটরের পাসে আর একটা মোটর বসাবেন শেরফুল এনাম, তাই ইমরুল ইসলাম বলে শেরফুল এনামকে তুমি মোটর বসালে আমার মোটর থেকে আটশো ফিটের বাইরে মোটর বসাও,কিন্তু শেরফুল এনাম বলে আমব ঔ মোটারের পাশে মোটর বসাবো। ইমরুল বিশ্বাস জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ কে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ)বি,এ,ডি,সি মেহেরপুরকে অভিযোগ দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ