জয়পুরহাটের কালাই উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, কালাই ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মাওলা।
অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন, ডায়াবেটিক সমিতির সদস্য অধ্যক্ষ শাহাজান আলী, রায়হান উদ্দিন (প্রধান শিক্ষক) আব্দুল মতিন (প্রধান শিক্ষক), সাইফুল ইসলাম বকুল (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), মাহতাব উদ্দিন (সাবেক প্রধান শিক্ষক), আলহাজ্ব আব্দুল মান্নান (সাবেক প্রধান শিক্ষক), আব্দুল হাকিম মাস্টার ও তফিকুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম টুকু চৌধুরী, আনিসুর রহমান তালুকদার, সাজাদুর রহমান তালুকদার সোহেল, এরশাদুল বারী তপন (ব্যবসায়ী) ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান।
বক্তারা ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আক্রান্ত রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেন।
মতবিনিময় সভায় ডায়াবেটিক সমিতির স্থায়ী জায়গায় সমিতি নির্ধারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও উন্নয়ন করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।