২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৭:০৭| শরৎকাল|
শিরোনাম:
পাইকগাছায় বিএনপি নেতা রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন তরুণীকে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ ফুটবল কুড়াতে গিয়ে প্রাণ গেল ছোট্ট রাফির গফরগাঁও পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে-আব্দুল কাদির ভূঁইয়া পাইকগাছায় শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন অপসারণের দাবি তাড়াইলে গ্রাম আদালতের আয়োজনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পূবালী ব্যাংকের বৃক্ষরোপন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে সেতুর দাবিতে মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 26 Time View

গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন বাজার ঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ।

আমাদের স্বপ্ন আমাদের সেতু এই শ্লোগান নিয়ে মুখী শাহ মিসকিন বাজার ঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধনের আয়োজন করে মশাখালী ইউনিয়নের মুখী ও বেলাববাসী।

স্থানীয়রা জানায়, সুতিয়া নদীর এপাড়ে গফরগাঁও এবং ওপাড়ে ভালুকা উপজেলার হাজার হাজার মানুষ একটি সেতুর অভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। দুই পাড়ে রয়েছে প্রসিদ্ধ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শাহ মিসকিন মাজার। ওপাড়ে ভালুকার বিরুনিয়া বাজার একটি প্রাচীন ব্যবসা কেন্দ্র, রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।

এ পাড়ে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন মাজার, প্রসিদ্ধ বাজর ও শিক্ষা প্রতিষ্ঠান।

খেয়া নৌকায় পারাপার করতে গিয়ে ভোগান্তি আর দুর্ঘটনার শংকা। শুকনা মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো একমাত্র ভরসা। দুই পাড়ের মানুষ যুগের পর যুগ অপেক্ষায় আছে কবে তাদের স্বপ্নের সেতু।

এই সেতুর দাবিতে এবার দুইপাড়ের মানুষ রাস্তায় নেমে দাবি আদায়ে মানববন্ধন করছেন। আয়োজকরা জানান,প্রাথমিকভাবে শান্তিপূর্ণ মানববন্ধন করে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুখী ও বেলাব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ মিয়া, শিক্ষক নোমান আহমেদ রিয়াদ, সমাজসেবক মো. শফিক, শিক্ষার্থী হোসনা আারা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ