
খেলাধুলায় বাঁচে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিস যৌথ আয়োজনে নতুন স্টেডিয়ামে খেলার অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা অংশ নেয়। আগামী ৯ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সোলায়মান।
সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. ওয়াহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ আফজাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, গোমস্তাপুর নির্বাহী কর্মকর্তা (অতিঃ দাঃ) জাকির মুন্সি, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ।
জানা যায় , এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। টুর্নামেন্ট জুড়ে চলবে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী ।