১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৪৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 35 Time View

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পাঙ্গাশ মাছের ভয়াবহ মড়কে দিশেহারা হয়ে পড়েছেন শতাধিক মৎস্য চাষি। প্রতিদিন ভেসে উঠছে শতশত বিক্রিযোগ্য পাঙ্গাশ মাছ।

মাত্র ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন খামারে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। চাষিদের অভিযোগ—নানা কোম্পানির ওষুধ ব্যবহার করেও মাছ মরার হার কমছে না; বরং দিন দিন আরও বাড়ছে।

ত্রিশাল মাছ উৎপাদনে সারাদেশে সুপরিচিত। দেশের প্রায় ২২ শতাংশ মাছ ময়মনসিংহ জেলায় উৎপাদিত হয় এবং তার একটি বড় অংশই ত্রিশাল থেকে আসে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন
ফিসারির পাড়জুড়ে স্তুপ আকারে এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হাজার হাজার মরা পাঙ্গাশ মাছ। অরক্ষিত এসব মাছ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

ফিসারির পাড়ে থাকা মরা মাছের এসব স্তুপ যেন একেকটি চাষির স্বপ্নভঙ্গের চিত্র। শুরুতে কিছু মাছ মাটিচাপা দেওয়া হলেও এখন আর সামাল দিতে পারছেন না তাঁরা। ফলে যত্রতত্র মৃত মাছ পড়ে থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া, মশা-মাছি ও পশুপাখির উপদ্রব। এতে পুরো এলাকায় দেখা দিয়েছে তীব্র স্বাস্থ্যঝুঁকি।

চাষিরা জানাচ্ছেন, ধার–দেনা করে মাছের খাদ্য কিনে লালন করেন তাঁরা। হঠাৎ করে মাছ মরতে শুরু করায় দুই দিকেই ক্ষতি—একদিকে মাছ বিক্রি না হওয়ায় ঋণের চাপ, অন্যদিকে খামারে বাড়ছে লোকসান। অভিযোগ রয়েছে, পরিস্থিতি ভয়াবহ হলেও মৎস্য বিভাগ থেকে তেমন কোনো সহায়তা বা তদারকি নেই।

ত্রিশাল উপজেলার চিকনা মনোহর, মঠবাড়ী, অলহরী ও দুর্গাপুর এলাকায় সরেজমিনে দেখা গেছে একই চিত্র—প্রতিটি ফিসারিতেই উদ্বেগজনক হারে মাছ মরছে। মৃত মাছ ফেলে রাখা থাকায় মানুষের জীবনযাত্রাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় চাষিদের মধ্যে চিকনা মনোহর গ্রামের নজরুল ইসলাম মণ্ডল, ইমরান হোসেন, আবু সাঈদ খবীর, শাহাদাত হোসেন, মঠবাড়ী ইউনিয়নের অলহরী দুর্গাপুরের দেলোয়ার হোসেন, মঠবাড়ীর আবু নোমান রুবেল ও হেলাল উদ্দিনসহ শতাধিক চাষির খামারে লাখ লাখ টাকার মাছ মারা গেছে।

কেউ কেউ বলছেন—প্রতিদিন কয়েকশ মাছ উঠছে; আবার কেউ বলছেন—দশ দিনে প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে।

অলহরী দুর্গাপুরের চাষি দেলোয়ার হোসেন বলেন,“কী কারণে মাছ মরছে বুঝতে পারছি না। দেড় লাখ টাকার মতো ওষুধ ব্যবহার করেছি—কিন্তু কোনো কাজ হয়নি। সকালে পুকুরে নামলেই শত শত মাছ ভেসে ওঠে। এই ক্ষতি কীভাবে সামাল দেব বুঝতে পারছি না।”

মঠবাড়ীর চাষি হেলাল উদ্দিন বলেন, “আমার ফিশারিতে প্রতিদিন ২০০–৩০০টি মাছ মরছে। মৎস্য অফিসের কেউ কখনো খোঁজখবর নেয় না। এভাবে চলতে থাকলে আমরা সবাই পথে বসবো।”

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন,“মরা মাছ সঠিকভাবে মাটিচাপা না দিলে রোগজীবাণু দ্রুত ছড়িয়ে পড়বে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ত্রিশাল উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম বলেন,“আমাদের জনবল কম থাকার কারণে অনেক সময় সবার কাছে পৌঁছানো সম্ভব হয় না।

তবে মাছ মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পানির গুণগত মানের সমস্যা, দূষণ বা ঋতু পরিবর্তনের কারণেও এমনটি হতে পারে। দ্রুত মাঠপর্যায়ে তদন্ত শুরু হবে।

চাষিদের আতঙ্কিত না হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি। দেখা যায়, অনেক সময় চাষিরা আমাদের কাছে না এসে নন–ফিসারিজ গ্র্যাজুয়েটদের পরামর্শ নেন। এতে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় মাছ মারা যায়।”

চাষিদের দাবি—দ্রুত সরকারি তদারকি, বৈজ্ঞানিক পরীক্ষণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। নইলে ত্রিশালের বৃহৎ মৎস্য খাত বড় ধরনের আর্থিক সংকটে পড়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ