
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি উঠেছে।
শনিবার(৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোহাটা মাঠে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এসময় বক্তারা আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য হাইকম্যান্ডের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত এমন কাউকে মনোনয়ন দিলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাটা মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্টোসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে বলেন, এই দিনটি জাতীয় ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।