
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির অভিযোগে সোনার বাংলা ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রামপুর ইউনিয়নের সোনার বাংলা ইটভাটার সামনে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয় কাকচর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী–শিক্ষক, বরমা কাকচর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। তারা ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া, ধুলোবালি, শব্দদূষণ ও কৃষিজমির ক্ষতির প্রতিবাদ জানিয়ে দ্রুত ভাটা বন্ধের দাবি করেন।
স্থানীয় বাসিন্দা সাত্তার মিয়া বলেন, “দিন-রাত ধোঁয়ার যন্ত্রণায় অতিষ্ঠ আমরা। বাচ্চাদের কাশি বেড়ে গেছে। ঝুঁকি নিতে চাই না—এই ভাটা দ্রুত বন্ধ করতে হবে।”
মানববন্ধনে উপস্থিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেঘলা আক্তার আবেগঘন কণ্ঠে জানায়, “ভাটা থেকে ধোঁয়া এলে চোখ জ্বলে, কাশি ওঠে। দয়া করে আমাদের স্কুলের পাশে এই ভাটা বন্ধ করে দিন।”
বক্তারা অভিযোগ করেন, ভাটাটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং পরিবেশবিধি মানা হচ্ছে না। এতে আশপাশের মানুষ শ্বাসকষ্ট, এলার্জি ও চোখের সমস্যায় ভুগছেন।
মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।