
নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীকে বিএনপির মনোনীত প্রার্থী করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা মিছিল করেছে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল।
সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজর সামনে থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিকের নেতৃত্ব মিছিলটি শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত কে চূড়ান্ত জানিয়ে ধানের শীষের প্রচারণা মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ডের শহীদ মিনার পদক্ষিণ করে নান্দাইল নতুন বাজারে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পৌর যুবদল নেতা আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান বাবু, নাদিম উদ্দিন ভূঁইয়া নাদিম, গাংগাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ্ আলম, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বোরহান, আবু বক্কর ছিদ্দিক মুন্না, ছাত্রদল নেতা আবু নাঈম প্রমুখ।
এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার আহবান করেন। সেই সাথে উপজেলার সকল ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবন্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করা হয়।