
পাইকগাছায় তারুণ্যের উৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, অধ্যক্ষ আজহার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াহাব ও দেবাশীষ সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস প্রমুখ।
সভায় তারুণ্যের উৎসবকে ঘিরে বুধবার(১৯ নভেম্বর) উদ্বোধন এর মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।