
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা শহরের বিশ্বরোড মড়ের পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আলী বলেন, গত ১০ অক্টোবর কয়েকটি পত্রিকা ও নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
উক্ত সংবাদ আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে, যা তথ্যসম্ভ্রমের সামিল।
আমি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি এবং বর্তমানে দৈনিক ভোরের চেতনা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।
আমি সেই চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক হিসেবে প্রতিবাদ জানাই এবং সত্য প্রকাশ করি। এর জেরে আম সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান আমার বাবাকে লহলামারী বাজারের পাশে মসজিদের সামনে অবরুদ্ধ করে রাখেন।
এতেও তারা ক্ষান্ত না হয়ে একদল কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতাসহ নানা মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে আমার সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।
রিপন আলী আরও বলেন, তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করার কারণে আমি এক মাস ১০ দিন থেকে বাসায় যেতে পারছিনা। আমি বাসায় যাওয়ার চেষ্টা করলে, ওবাইদুর রহমান, শামিম রেজা, রহিমসহ একদল সন্ত্রাসী আমার আর্থিক ক্ষতিসহ প্রাাণনাশের হুমকি দেন।