ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে গড়িয়ে যাওয়া ফুটবল কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আল রাফি খান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত রাফি পৌরসভার ৬নং ওয়ার্ডের খান বাড়ির আজগর আলী খানের একমাত্র ছেলে। সে স্থানীয় নজরুল সেনা স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল রাফি। খেলার একপর্যায়ে বল মহাসড়কে গড়িয়ে গেলে সেটি আনতে যায় সে।
এ সময় দ্রুতগামী একটি অটোভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হয় রাফি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। বাবা আজগর আলী খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে খেলতে খেলতে হারাতে হবে, এটা ভাবতেও পারিনি। ও ছিল আমাদের দুই সন্তানের মধ্যে বড়। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।”
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাজুড়ে খেলার মাঠ না থাকায় শিশু-কিশোররা প্রতিদিন মহাসড়কের পাশে খেলতে বাধ্য হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা শিশুদের জন্য খেলার মাঠ তৈরি ও মহাসড়কের পাশে সুরক্ষাবলয় গড়ে তোলার দাবি জানান।
নজরুল সেনা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, “রাফি ছিল ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। এত অল্প বয়সে তাকে হারানো অত্যন্ত বেদনার।”
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার মামলা না করে বিনা ময়নাতদন্তে মরদেহ নিতে চাইলে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”