৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৪৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
  • 34 Time View

বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি পেয়ে ডেপুটি ডিরেক্টর (ডিডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ জেনিথ রায়হান। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে গত ২৪ ডিসেম্বর জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে তাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) পদ থেকে এই নতুন দায়িত্বে উন্নীত করা হয়। পদোন্নতির পর তিনি ইতোমধ্যে নতুন পদমর্যাদায় দায়িত্বভার গ্রহণ করেছেন।।

জানা গেছে, সৈয়দ জেনিথ রায়হান ২০২০ সালে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও বিশ্লেষণধর্মী দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। দীর্ঘ পাঁচ বছরের কর্মজীবনে তিনি নীতিনির্ধারণ, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকে যোগদানের পূর্বে সৈয়দ জেনিথ রায়হান একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তিনি অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক বিশ্লেষণ বিষয়ে দক্ষতা গড়ে তোলেন।

শিক্ষা ক্ষেত্রে অর্জিত এই অভিজ্ঞতা কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী ও বিশ্লেষণী কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, মেধা, কর্মদক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতেই তার এই পদোন্নতি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

তার এই পদোন্নতিতে বাংলাদেশ ব্যাংকের সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে সৈয়দ জেনিথ রায়হান তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং দেশের আর্থিক খাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।

নতুন পদমর্যাদায় দায়িত্ব গ্রহণ করে সৈয়দ জেনিথ রায়হান এক প্রতিক্রিয়ায় বলেন, তিনি দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের উন্নয়নে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে আগ্রহী। কেন্দ্রীয় ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখাই তার মূল লক্ষ্য।

জেনিথ রায়হান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তার জন্মস্থান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার রামপুর গ্রামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ