
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় একটি খালি ট্রাক হতে বাংলাদেশি ওষুধ ও ধাতব বস্তু সিসা জব্দ ও ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ভারতীয় ট্রাক চালকের নাম সমির পাল। তিনি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরঙ্গ পালের ছেলে ।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে এসব জিনিস নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জনা গেছে, বৃহস্পতিবার সকালে স্থলবন্দরের শূন্যরেখা সড়ক পথ হয়ে ভারতীয় চালক সমির পাল (৩৬) খালি ট্রাক নিয়ে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে যাচ্ছিলেন।
এ সময় শূন্যরেখার তল্লাশী চৌকিতে (চেকপোস্ট) দায়িত্বরত বুড়িমারী আইসিপি বিজিবির সদস্যদের সন্দেহ হলে ওই ট্রাকটিতে তল্লাশী চালায়।
এতে ট্রাক চালকের বসার জায়গার নিচ থেকে বিশেষ ব্যবস্থায় মোড়ানো বাংলাদেশি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানির ক্যান্সার রোগের জন্য তৈরি করা বড়ি ওসিমার্ট দেড় হাজার, একই রোগের জন্য তৈরি করা জিসকা ফার্মাসিউটিক্যালস কোস্পানির ওসিকিন বড়ি দেড় হাজার এবং সিসা ২৭২ কেজিসহ ট্রাকটি জব্দ করে বিজিবি।
বিজিবি জব্দকৃত ওষুধ ও ধাতব বস্তু সিসার মূল্য ১২ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা ও ট্রাকের মূল্য ৪৫ লাখসহ মোট ৫৭ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা উল্লেখ করেছে।
বুড়িমারী কোম্পানি সদরের তল্লাশী চৌকির (চেকপোস্ট) কর্মরত বিজিবি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, এ ব্যাপারে মামলা করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ নভেম্বর ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ ডাব্লিউ বি ৭৮-৫৫৭৬ নম্বরের একটি ট্রাক চালক সমির পাল উল্লেখ করে ৬৬৬৫১৪২ নম্বর কার পাস ইস্যু করে।
ভারতীয় এ ট্রাকের চালক ৪৮ মেট্রিক টন রিভার স্টোন বোল্ডার পাথর নিয়ে গত ৪ নভেম্বর বিকেলে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে আসে। ৫ নভেম্বর পাথর খালি করে ৬ নভেম্বর সকালে খালি ট্রাক নিয়ে ভারতে ফিরছিলেন চালক সমির পাল।’
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, ‘এ ব্যাপারে বিজিবি মামলা দিয়ে আটক ভারতীয় চালককে মালামালসহ পাটগ্রাম থানা-পুলিশের নিকট হস্তান্তর করেছে।’