
কিশোরগঞ্জের ভৈরবে ফয়জুরি আক্তার পলি (২৯) ও শিউলি বেগম (৩৮) নামে আপন দুই বোনকে আট হাজার পাঁচশ আশি পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা।।
গতকাল বুধবার ২৪ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার সময় নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারী দুই নারী বিপুল পরিমান ইয়াবা নিয়ে লেগুনা যোগে ভৈরবে আসছে। তথ্যের ভিত্তিতে আমাদের টিম যথাস্থানে অবস্থান নেয়।
সোর্সের দেয়া তথ্য মতে, লেগুনাটি সৈয়দ নজরুল ইসলাম সেতু (নাটালের মোড়) পৌছলে লেগুনার ভেতর থেকে দুই নারীকে আটকের পর নারী সিপাহি দিয়ে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা আট হাজার পাঁচশ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে আটককৃত নারীদের আইনের আওতায় নিয়ে আসি।
আটককৃতরা সম্পর্কে আপন দুই বোন। তারা হলো মদারীপুর জেলার শিবচর থানাধীন চরবহেরাতলা গ্রামের মৃত মজিবুর ফরাজির মেয়ে।
আটককৃত শিউলি বেগম নুরুজ্জামানের স্ত্রী ও মনুজ মিয়ার স্ত্রী ফয়জুরি আক্তার পলি। বর্তমানে তারা ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন বন্ধ মান্দাইল আমির হাজির বস্তি বাড়ীর বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।