১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৪৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
  • 42 Time View

নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে পাঁচজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাচিকাটা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয়। বিষয়টি জানতে পেরে রাতেই ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযানে নামেন।

রাত ৯ টার দিকে কাচিকাটা এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহন ও বিক্রির ঘটনা হাতেনাতে ধরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের শাস্তি প্রদান করা হয়।

এসময় মাটি পরিবহন কাজে ব্যবহ্রত তিনটি ট্রলি জব্দ করা হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ