
নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে পাঁচজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাচিকাটা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয়। বিষয়টি জানতে পেরে রাতেই ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযানে নামেন।
রাত ৯ টার দিকে কাচিকাটা এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহন ও বিক্রির ঘটনা হাতেনাতে ধরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের শাস্তি প্রদান করা হয়।
এসময় মাটি পরিবহন কাজে ব্যবহ্রত তিনটি ট্রলি জব্দ করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।