
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’-এই প্রতিপাদ্য বিষয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোহরাব হোসেন মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, ব্র্যাক মাইগ্রেশন প্রবাসবন্ধু ফোরামের উপজেলা সভাপতি সানাউল্লাহ প্রমুখ।
এছাড়াও টিটিসির শিক্ষক ও শিক্ষার্থী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্বেচ্ছাসেবক, মাইগ্রেশন ফোরামের সদস্য, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ব্র্যাকের প্রতিনিধি মাজহারুল ইসলাম বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিতকরণে সরকারের সঙ্গে যৌথভাবে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। এ বছরও জাতীয় পর্যায়সহ বিভিন্ন জেলায় দিবসটি উদযাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান বলেন, অভিবাসীরা দেশের গর্ব। বর্তমানে প্রায় এক কোটিরও বেশি বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি পরিবার-পরিজনের জীবিকা ও সামাজিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তারা গর্বিত অংশীদার।