৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৪৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬,
  • 37 Time View

নরসিংদীর মনোহরদীতে সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া।

ভ্রাম্যমাণ আদালতে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একদুয়ারিয়া এলাকার এনএন ব্রিকসকে এক লাখ টাকা, চন্দনবাড়ী এলাকার মনোহরদী ডিজিটাল ব্রিকসকে ৫০ হাজার টাকা, একই এলাকার আলিফ মান্নান ব্রিকসকে এক লাখ টাকা, বড়চাপা ইউনিয়নের চন্ডিতলা এলাকার বিবিএফ ব্রিকসকে ৫০ হাজার টাকা, একই এলাকার সিবিএফ ব্রিকসকে ৫০ হাজার টাকা, বড়চাপা এলাকার ব্রাইট রয়েল ব্রিকসকে (বিআরবি) এক লাখ টাকা, একই এলাকার এমবিএফ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, অবৈধ সাতটি ইটভাটায় মোট সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করাসহ ইটভাটা গুলোতে তৈরি কাঁচা ইট নষ্ট করা হয়।

তাছাড়া ইটভাটা সংশ্লিষ্ট কাগজপত্র দ্রুততার সঙ্গে সম্পাদনা ও কৃষি জমি থেকে মাটি ব্যবহার করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ