ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন তরুণী (২১) কে বিয়ে দিবে বলে কৌশলে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা খাতুন রাণীশংকৈল পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ সন্ধারই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় থানার সামনের সড়ক থেকে স্থানীয় দুই ব্যক্তি শওকত ওরফে (তরকারী) (৪৫), নাজিরুল ইসলাম (৩৫) প্রতারণার মাধ্যমে তাকে একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে।
পরে খুনিয়া দীঘি স্মৃতিসৌধ সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তারা পর্যায়ক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগীর দাবি, প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর অভিযুক্তরা তাকে সড়কে ফেলে যায়। তিনি বাড়ি ফিরে ঘটনাটি মামাতো ভাই রেজাউল করিমকে জানায়।
পরে পারিবারিকভাবে তারা আইনের আশ্রয় নেয় ।
এছাড়াও এজাহারে আরও বলা হয়, (১০ সেপ্টেম্বর) রেজাউল করিম ঘটনাটি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় স্থানীয় লোকজনর ঘটনাটি প্রত্যক্ষ করেন।
রাণীশংকৈল থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতেই অভিযুক্ত শওকত আলী ওরফে (তরকারি) নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।