১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৮:২৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

হাদি-এরশাদকে গুলিকরে হত্যা চেষ্টায় ঈশ্বরগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
  • 60 Time View

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী প্রার্থী ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলির ঘটনা সেই ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন তাঁরা।

অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, আহসান পারভেজ ও শরীফ জায়েদী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আল-আমিন ও সোহাগ সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার ও সদস্য সচিব হারুন-অর-রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ