সর্বনিন্ম ১৫১ আসন নিয়ে সরকার গঠন করবে জামায়াত; মাওঃ আবুল কালাম আজাদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
সর্বনিন্ম ১৫১ আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে এমনটাই মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। মঙ্গলবার আল-আমিন ট্রাস্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিচারের নামে এদেশের শীর্ষ ৫ আলেমকে হত্যা করেছে। আমরা কোন প্রতিশোধ নিব না প্রতিশোধ হবে বাংলার বুকে ইসলামী শাষন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। ফ্যাসিস্টদের দোষরদের বিদায় করতে এদেশের প্রায় ২০০০ ছাত্র-জনতা জীবন দিয়েছে। আর কখনো ফ্যাসিস্ট এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।
এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আরো রক্ত দিবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করবে। সর্বনিন্ম ১৫১ আসন নিয়ে সরকার গঠন করবে। সাথে সাথে এদেশে ইসলামের পতাকা উত্তোলন করবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামি রাষ্ট্র ক্ষমতায় আসলে এদেশে কোন ধর্ষণ, চাঁদাবাজী, টেন্ডার বাজী, রাহাজানি, ছিনতাই থাকবে না। সব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হলে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সৎ নেতৃত্বকে বাছাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করতে হবে। এ বাণীকে প্রকৃতপক্ষে কাজে লাগানোর জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।
তিনি মঙ্গলবার সারাদিন পাইকগাছা উপজেলার কাসিমনগর বাজার, কপিলমুনি বাজার, হরিঢালী, গদাইপুর, পাইকগাছা পৌরসভা, সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা, সোলাদানা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পাইকগাছা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মুন্সী মিজানুর রহমান, জামায়াতে নেতা, কাজী তামজিদ আলম, মাওলানা আমিনুল ইসলাম, শেখ মাওলানা কামাল হোসেন, প্রভাষক আব্দুল মমিন সানা, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মোঃ আব্দুর রহিম, মাওলানা আব্দুল হান্নান, পৌর আমীর আসাদুল ইসলাম, মোঃ আছাবুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।