বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে উলিপুর উপজেলার একটি পারিবারিক বিরোধ সফলভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
উল্লেখযোগ্য এই মীমাংসাটি অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম শহরের মোগলবাসা রোডে অবস্থিত বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ে।
দীর্ঘদিন ধরে চলমান এ পারিবারিক সমস্যার সমাধানে উভয় পক্ষকে কার্যালয়ে ডেকে এনে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম মিলন, নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকার এবং কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
সভাপতি মোঃ মিনহাজুল ইসলামের (মিলন) মানবিক ও সামাজিক এ ধরনের কার্যক্রমকে কুড়িগ্রাম জেলার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
তারা মনে করেন, এভাবে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হলে সমাজে শান্তি-সম্প্রীতি বজায় থাকবে এবং আদালতের চাপও কমবে।