১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪৮| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪তম জন্মবার্ষিক পালিত

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 58 Time View

খুলনার পাইকগাছায় নানা আয়োজনে পালিত হয়েছে সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নতুন বাজার কার্যালয়ে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃতি, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়।

সভাপতিত্ব করেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্মৃতি পরিষদের উপদেষ্টা কাজী জামান উল্লাহ, কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক উজ্জল কুমার রায়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ইন্সট্রাক্টর মোঃ ইমরান খান, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, সাদিয়া সুলতানা, লিনজা আক্তার মিথিলা, নাফিসা সুলতানা ও মোহনা আক্তার রিমি প্রমুখ।

এসময় স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতা-তে প্রথম স্থান অর্জন করে নাফিসা সুলতানা মিথিলা, দ্বিতীয় স্থান রাফিয়া তাবাচ্ছুম ইকরা এবং তৃতীয় স্থান মোহনা আক্তার রিমি।

অন্যদিকে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান সাদিয়া সুলতানা, দ্বিতীয় লিনজা আক্তার এবং তৃতীয় স্থান জান্নাতুন নাহার অর্জন করেন।

রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে। ২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানটি- কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান কার্যক্রম চালু করেন।

বক্তারা বলেন, উপমহাদেশের কৃতি সন্তান ও সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মদিন জাতীয়ভাবে পালনের পাশাপাশি তাঁর বেদখলীয় পৈত্রিক জমি উদ্ধার করে সেখানে একটি স্মৃতি কমপ্লেক্স নির্মাণ, তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং তাঁর অমর কীর্তি ‘আব্দুল্লাহ’ উপন্যাস পুনরায় পাঠ্যসূচিতে সংযোজন করার দাবী জানান।

ক্ষনজন্মা ও বহুগুণে গুণান্বিত এ মনীষী ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

সাহিত্য, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার ১৯১৯ সালে তাঁকে “খান সাহেব” এবং ১৯২৬ সালে “খান বাহাদুর” উপাধিতে ভূষিত করে। তিনি ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ