কবিতা
“বৈশাখ”
মামুন মাস্টার
বৈশাখ এলো নতুন কেতন উডায়ে
এলো বৈশাখ ঝড়ু বাতাস তুলে।
বৈশাখী তান্ডব চলে দীর্ঘ সময় ধরে
খুঁটির ঘর হেলে দোলে পড়ে।
ভয়ে ছাতিয়া ধর ফড় করে
মাথার উপড কখন চালা ভেঙ্গএ পড়ে।
সকলে মিলে আল্লাহ্ রসূলের নাম জপে
ইয়া রব ইয়া রব রক্ষা কর মোদের।
অসহায়ের ভরসা তুমি , তুমি রক্ষাকর্তা
সর্বক্ষণ এই ভাবে চলে প্রার্থনা ।
দিন-মাস ব্যাপি চলে বোশেখ উদ্যাপন
আন্দন উৎসবে চলে পিঠা পুলির পার্বণ।
হরেক রকম সদাই নিয়ে দোকানিরা বসে
কেউ কিনে বাঁশি কেউ ভিন্নি মুড়ি
শিশু কিশুর মনের হরষে ফিরে বাড়ী।
জিল্যাপির খোলা, কদমা, খেলনা ইত্যাদি
পসরা চলে খোলা আকাশের নীচে
স্টলে স্টলে বষস্কদের সময় কাটে গোচ্ছিপে।
গোধূলি লগ্নে কাল বৈশাখীর তুফানে
দোকানিরা ছুটে দিগ বেদিগে।