
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে স্বর্না আক্তার নামে এক মহিলার গলা থেকে ১ টি স্বর্নের চেইন ছিনতাইয়ের সময় ৩ মহিলা ছিনতাইকারীকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী সালমা বেগম (৬০), সাদেক মিয়ার স্ত্রী আমেনা বেগম (২৮), শাহ আলমের মেয়ে খাদিজা আক্তার সাথী (২০)।
ভুক্তভোগী নারী স্বর্ণা আক্তার নরসিংদী জেলার মনোহরদী থানার আকানগর গ্রামের ফাহমুদিন ইসলাম রিফাত মিয়ার স্ত্রী।
তিনি জানান, আমি আমার মা-বাবা ও স্বামীসহ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভৈরবের উদ্দেশ্যে রওনা দেই।
ট্রেনটি আজ সকালে ভৈরব রেলওয়ে স্টেশনে আসলে ট্রেন থেকে নামার সময় ধৃত আসামীরা পরস্পর যোগ সাজশে সুকৌশলে আমার গলা থেকে ১টি স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়। টের পেয়ে আমি চিৎকার করলে প্লাটফর্মে থাকা লোকজন ও দায়িত্বরত পুলিশ এসে চেইনসহ আসামিদের গ্রেফতার করে।
এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, আজ বুধবার সকালে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় ৩জনকে আটক করা হয় এবং স্বর্নের চেইনটি উদ্ধার করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।