নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মধ্য চালাকচর হাসেম ঢালির বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কলিম উদ্দিনের ছেলে হাসেম ঢালি (৪১), পশ্চিম চালাকচর গ্রামের রাজন মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), আমির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৫০), আবু বকর সিদ্দিকের ছেলে বাচ্চু মিয়া (৩০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) শাহিনূর রহমান, বদিউজ্জামাল ভূঁইয়া এবং শহিদুর রহমানসহ একদল পুলিশ মধ্য চালাকচর ঢালি বাড়ীতে অভিযান চালায়।
সেখানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি তাসের বান্ডিল ও নগদ এক হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, আটকরা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে তারা জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।