গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন বাজার ঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ।
আমাদের স্বপ্ন আমাদের সেতু এই শ্লোগান নিয়ে মুখী শাহ মিসকিন বাজার ঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধনের আয়োজন করে মশাখালী ইউনিয়নের মুখী ও বেলাববাসী।
স্থানীয়রা জানায়, সুতিয়া নদীর এপাড়ে গফরগাঁও এবং ওপাড়ে ভালুকা উপজেলার হাজার হাজার মানুষ একটি সেতুর অভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। দুই পাড়ে রয়েছে প্রসিদ্ধ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শাহ মিসকিন মাজার। ওপাড়ে ভালুকার বিরুনিয়া বাজার একটি প্রাচীন ব্যবসা কেন্দ্র, রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।
এ পাড়ে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন মাজার, প্রসিদ্ধ বাজর ও শিক্ষা প্রতিষ্ঠান।
খেয়া নৌকায় পারাপার করতে গিয়ে ভোগান্তি আর দুর্ঘটনার শংকা। শুকনা মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো একমাত্র ভরসা। দুই পাড়ের মানুষ যুগের পর যুগ অপেক্ষায় আছে কবে তাদের স্বপ্নের সেতু।
এই সেতুর দাবিতে এবার দুইপাড়ের মানুষ রাস্তায় নেমে দাবি আদায়ে মানববন্ধন করছেন। আয়োজকরা জানান,প্রাথমিকভাবে শান্তিপূর্ণ মানববন্ধন করে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুখী ও বেলাব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ মিয়া, শিক্ষক নোমান আহমেদ রিয়াদ, সমাজসেবক মো. শফিক, শিক্ষার্থী হোসনা আারা প্রমুখ।