২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১১:৫২| শরৎকাল|
শিরোনাম:
পাইকগাছায় বিএনপি নেতা রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন তরুণীকে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ ফুটবল কুড়াতে গিয়ে প্রাণ গেল ছোট্ট রাফির গফরগাঁও পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে-আব্দুল কাদির ভূঁইয়া পাইকগাছায় শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন অপসারণের দাবি তাড়াইলে গ্রাম আদালতের আয়োজনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পূবালী ব্যাংকের বৃক্ষরোপন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে-আব্দুল কাদির ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫,
  • 25 Time View

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নিত করার পাশাপাশি প্রতিটা নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকালে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে গোতাশিয়া ইউনিয়নের চুলা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হবে।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল জানান, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনার আলোকে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেয়া হয়।

তিনি বলেন, আজ প্রায় দেড় হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হবে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশ দরদি নেতা। মানুষের জন্য তিনি ছিলেন এক মানবিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সেন্টু আজমল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহবায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবকদলের জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক শফিউদ্দিন আহমেদ করুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ মেম্বার প্রমুখ।

চিকিৎসা নিতে আসা স্বর্বলক্ষনা গ্রামের রাহিমা বেগম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছি, কিন্তু অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন অনেক উপকারী।’

নামা গোতাশিয়া গ্রামের শাহিনুর আক্তার বলেন, শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা হচ্ছিল। বাড়ির কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে জেনে চিকিৎসা নিলাম। কিছু ঔষধ ফ্রি পেলাম এবং কিছু ঔষদের নাম লিখে দিয়েছে। এতে সুবিধা হয়েছে। তবে বাইরে ডাক্তার দেখালে অন্তত ৫০০-১০০ টাকা খরচ হতো।

উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ মেম্বার বলেন, ‘আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ভাই অত্যন্ত ভালো মানুষ। তিনি শুধু রাজনীতি করেন না, মানুষের দুঃখ-দুর্দশার সময় পাশে দাঁড়ান। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যক্রমে তার আন্তরিক ভূমিকা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ