২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই রমজান, ১৪৪৬ হিজরি| সকাল ১০:৩৬| বসন্তকাল|
শিরোনাম:
পাটগ্রামে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন মব জাস্টিজের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনঃ থানায় মামলা না নেয়ায় হতাশ বাদী হত্যা মামলায় সন্দেহভাজন চারজনকে থানায় ধরে এনে মারধর, ৬০ হাজার টাকায় মিলে মুক্তি নান্দাইলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের বিনা লাভের দোকান পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বেলাবতে ছাত্রদলের মানববন্ধন ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন  ত্রিশালে এ আই পদ্ধতিতে মৎস্য চাষের দ্বিতীয় প্রকল্প শুরু পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

রেললাইনের অসংখ্য স্থানে নেই স্লিপারের ক্লিপ, দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে ট্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪,
  • 182 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

একটি দুটি নয়, রেললাইনের বিভিন্ন অংশে স্লিপারের অন্তত কয়েক শতাধিক স্থানে ক্লিপ নেই। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রেন।

সরেজমিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন হতে সোহাগী স্টেশনের দিকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই দেখা মিলে এমন দৃশ্যের।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন স্থানে স্লিপারের ক্লিপ না থাকায় আসা-যাওয়া করার সময় বগিসহ ট্রেন বিপদজনকভাবে দুলতে থাকে। এতেকরে যেকোনসময় বড়সড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

পৌর এলাকার স্থানীয় বাসিন্দা মো. শহীদুল ইসলাম বলেন,’অনেক দিন ধরেই দেখছি রেললাইনের বিভিন্ন অংশে স্লিপারের ক্লিপ নাই। এই অবস্থায় আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জ প্ল্যাটফর্মের ক্লিপ শূন্য স্থান অতিক্রমের সময় বার বার ঝাঁকুনি দিয়ে লাফিয়ে ওঠে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে আন্তনগর বিজয় এক্সপ্রেস এবং নাসিরাবাদ এক্সপ্রেস নামে দিনে দুটি এবং রাতে দুটি ট্রেন চলাচল করে। তারমধ্যে দ্রুত গতির ট্রেন হচ্ছে আন্তনগর বিজয় এক্সপ্রেস।

আরও জানা যায়, এই দুটি ট্রেন ছাড়াও আরও তিনটি ট্রেন ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করতো। যা করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যায়।

ঈশ্বরগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বলেন, ‘আমি এই স্টেশনে ৫ বছর ধরে দায়িত্বে রয়েছি। আমি আসার অনেক আগে থেকেই স্লিপারের এই ক্লিপগুলো নেই। বিষয়টি আমি অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অচিরেই কর্তৃপক্ষ হয়তো সমস্যাটি সমাধান করবে।’

রেলওয়ে ময়মনসিংহ জোনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, ‘এই বিষয়ে আমি অবগত আছি। ইতোমধ্যে ক্লিপের জন্য চাহিদা দেওয়া হয়েছে। ক্লিপ হাতে পেলেই দ্রুত কাজ শুরু করে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ