মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ) :
বর্তমান সরকার পতনের দাবিতে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষের দিনে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ (০৬ নভেম্বর) সোমবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, সদস্য জাকির হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহম্মেদ চকদার, যুগ্ম আহ্বায়ক রাফসান আহমেদ রোমাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে কেন্দ্রিয় বিএনপি।
তারই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে মাঠে তৎপর থাকবে বলে জানিয়েছে দলটির সংশ্লিষ্ট নেতাকর্মীরা।