পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে শোকাবহ আগস্ট নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমানতুল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আমানতুল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাওছার আলম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, কাউয়ামারী আপ্তারউদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এবিএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এইচ.এম মুহিউদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরকে মর্মান্তিকভাবে হত্যার ঘটনা নিয়ে আলোচনা করেন।