নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। রবিবার (২রা ফেব্রুয়ারী) জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেন। এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামীম হোসেন, অতিরিক্ত সুপার (ডিএসবি)ফাল্গুনী নন্দী সহ প্রমুখ।
মাদক উদ্ধার,দুইটি হত্যা মামলার দুই আসামী গ্রেফতার ,ওয়ারেন্টের আসামী গ্রেফতার,থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ কে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছে।