ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
অতিবৃষ্টিতে ময়মনসিংহের ত্রিশালে ভেসে গেছে সাখাওয়াত এগ্রো ফার্মের প্রায় ত্রিশ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ফার্মের স্বত্বাধিকারী মাজহারুল আনোয়ার রুবেল।
জানা যায়, উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাজহারুল আনোয়ার রুবেল মাছ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন পরিবার পরিজন নিয়ে থাকবেন সুখে শান্তিতে। সেই স্বপ্ন সত্যি করতে ঋণ করে টাকা নিয়ে গড়ে তুলেছিলেন সাখাওয়াত এগ্রো ফার্ম।
কিন্তু হঠাৎ দুইদিনের অতিবৃষ্টিতে যেন সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল। এক রাতেই ভেসে গেছে পাংগাস ও দেশীয় কয়েক প্রজাতির ত্রিশ লক্ষ্য টাকার বিক্রির জন্য উপযুক্ত হওয়া মাছ।
সম্প্রতি ভয়াবহ অতি বৃষ্টির পানিতে ভেসে গেছে রুবেলের সেই সোনালী স্বপ্ন, ভেসে গেছে তার সব পুকুরের মাছ। আত্মীয়-স্বজনদের কাছ থেকে করা দেনা কীভাবে এখন শোধ করবেন সে চিন্তায় তিনি দিশেহারা।
ক্ষতিগ্রস্ত মাছ চাষি মাজহারুল আনোয়ার রুবেল কান্না জড়িত কণ্ঠে জানান, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। অনেক আশা নিয়ে দুইটি পুকুরে ৩৫ লাখ টাকার মাছ চাষ করেছিলাম। ভেবেছিলাম, মাছ বিক্রি করতে পারলে এবার সকল ঋণও শোধ করে কিছুটা লাভবান হবো।
কিন্তু অতি বৃষ্টির পানি আমার সব মাছ ভাসিয়ে নিয়ে গেছে। সেই সঙ্গে আমাকেও নিঃস্ব করে গেছে। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে তবে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। তা না হলে আমার মতো অনেক তরুণ উদ্যোক্তা অকালে ঝরে যাবে।