মহিউদ্দিন রানা, (নিজস্ব প্রতিবেদক) ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৫ আসামী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে আসামীদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় ছয়জন এবং জুয়া আইনে ছয়জনসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর বলেন, ‘ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলাকে মাদক, জুয়াসহ অন্যান্য অপরাধ মুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’