নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের আলোচিত সাংবাদিক মন্জুর হোসেন মিলন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কাপাসিয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা শহরে এই কর্মসূচি পালন করা হয়।
এতে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম শাহীন।
কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ সালাম শান্ত, গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুসা খান, গাজীপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল গাফফার, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর সিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনির হোসেন, কাপাসিয়া উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিশিষ্ট সমাজ সেবক সেলিম হোসেন প্রমূখ।
এ সময় সাংবাদিকরা ক্ষুব্ধকন্ঠে বলেন, ঘাতক ট্রাক চালক গ্রেফতার হলেও এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে ট্রাক হেলপার ও ট্রাক মালিক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকের হেলপার ও মালিককে গ্রেফতার করতে হবে।
ঘাতক চালক,হেলপার ও মালিককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, ট্রাক মালিক ও চালকরা মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে থানা প্রশাসনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি জাকির হোসেন কামাল, দৈনিক সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সমীর বনিক,বাংলাদেশ প্রতিদিনের শেখ সফিউদ্দিন জিন্নাহ, সমকালের আব্দুল কাইয়ুম, দেশ রূপান্তরের তপন বিশ্বাস, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মাসুদ পারভেজ চৌধুরী, যুগান্তরের খোরশেদ আলম ও সাংবাদিক সবুজ, সাংবাদিক মাহমুদুল হাসান, সাংবাদিক আক্রাম হোসেন হিরণ,শরীফ শিকদার, মাহবুবুর রহমান, সাইদুল ইসলাম রনি,জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম, মাসুদ আহমেদ, গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক,কোষাধ্যক্ষ এএইচ সবুজ, তথ্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান সহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকগণ।
কাপাসিয়া প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
উল্লেখ্য গাজীপুর থেকে প্রকাশিত গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মঞ্জুর হোসেন মিলনকে গত ৪ আগষ্ট গাজীপুর থেকে কাপাসিয়া গ্রামের বাড়ি আসার সময় কোটবাজালিয়া বাজারের পাশে বালুবোঝাই একটি ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যা করে ঘাতক চালক পালিয়ে যায়।
ঘটনার দিন রাতে নিহতের ছোটভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগটি পুলিশ না নিয়ে এজাহার পরিবর্তনে বাধ্য করে মিলনের স্ত্রী রিমিন আক্তারকে বাদি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা নেয় পুলিশ।
মামলার একদিন পর র্যাব-১ ও ১০ যৌথ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং এলাকার এক আত্মিয়ের বাড়ি থেকে ঘাতক ট্রাক চালক আহাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এখনো ট্রাক মালিক ও হেলপার আটক হয়নি।