পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশনে বুড়িমারী হতে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনে ভ্রমণরত প্রত্যেক যাত্রীর টিকেট যাচাই করা হয়েছে। এ সময় বিনা টিকেটে ভ্রমণরত ৩৬৩ যাত্রীর নিকট থেকে ভাড়ার টাকা আদায় করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাটগ্রাম রেল স্টেশন হতে পার্বতীপুরগামী ৬৬ নম্বর ডাউন ট্রেনের প্রত্যেক বগির যাত্রীদের টিকেট নিরীক্ষা (চেক) করা হয়।
এ সময় টিকেট ছাড়া ট্রেন ভ্রমণ করার দায়ে ৩৬৩ যাত্রীর নিকট হতে ১০ হাজার ৬ শ ৫০ টাকা ভাড়া আদায় করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, ‘লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী কমিউটার ট্রেনে ভ্রমণরত প্রত্যেক যাত্রীর টিকেট যাচাই করা হয়। এ সময় যারা টিকেট ছাড়া ভ্রমণ করছিলো তাঁদের নিকট হতে গমণ ইচ্ছুক জায়গার টিকেটের টাকা হিসেব করে আদায় করা হয়।’