ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে উপজেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম। প্রধান আলোচকের বক্তব্য দেন বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন।
এছাড়াও, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকারের সঞ্চালনায় ও বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ফজলে রাব্বি প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের আঠারোশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ১২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তোলে দেওয়া হয়।