ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে ‘বিজয়োল্লাস’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ রোববার রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টটি উদ্বোধন করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
ইউএনও জুয়েল আহমেদ বলেন, বিজয় দিবসের মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে ত্রিশাল মুক্ত দিবসে এই এলাকার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে তোলায় আমাদের লক্ষ্য। খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন যুবসমাজের অবক্ষয় রোধ করতে সহায়ক হবে বলে আমি মনে করি। তাই সবসময় তরুনদের খেলাধুলার সুযোগ করে দিতে চেষ্টা করি।
ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। উপজেলা প্রশাসন, সাংবাদিক, স্থানীয় যুবসমাজ সহ আগ্রহী খেলোয়াড়দের নিয়ে এ দল গুলো নির্বাচন করা হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।