নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসতাক আহমেদ এই শপথ বাক্য পাঠ করান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
জেলা আইনজীবী সমিতির দ্বিতীয়বারের মত নির্বাচিত সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেহেরুন্নেসা।
এসময় সুশিল সমাজের প্রতিনিধি এবং আইনজীবী সমিতির বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী এক বছরের জন্য নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ করেন বর্তমানে দায়িত্বরত সভাপতি কাজী নামজমুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত নির্বাচনে কাজী নাজমুল ইসলাম ও নজরুল ইসলাম রিপন উভয়েই টানা দ্বিতীয়বারের মত নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।