মো. মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আব্দুল বাকী (অ.দা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামানকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে। বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
দায়িত্ব পেয়ে নতুন প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বটি অর্পণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি। সকলের দোয়া ও সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’