পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের দয়ারটারী গ্রামে হঠাৎ ঝড়ের তান্ডবে বাড়ি-ঘর, গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে শুরু হয় এ ঝড়ের তান্ডব।
তান্ডবে ওই গ্রামের প্রায় ৩০ টি পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে ফেলা হয়েছে। আম, জাম, কলাসহ, বিভিন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দয়ারটারী গ্রামের কসিরান নেছা (৭৫) বলেন , ‘রাত দুইটার পর হঠাৎ দুম (ঝড়) উঠিল। ঝড়ে মার দুইটি ঘর ছিলা দুটায় শেষ হয়ে গেছে। মুই এ্যালা কা (কোথায়) থাকিম।’
একই এলাকার আইনুল হক (৪৫) বলেন, ‘রাতে হঠাৎ করে ঝড়- বৃষ্টি শুরু হয় । কোন কিছু বুঝে উঠার আগে মোর (আমার) ঘর ভেঙ্গে পড়ে। এখন খোলা আকাশের নিচে বাস করতেছি।’
কুচলিবাড়ি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মাজু বলেন, আমার ওয়ার্ডের দয়ারটারী গ্রামে অনেক ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়েছি ।
পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী বলেন, ‘আমি সরেজমিন পরিদর্শন করেছি। ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ ক্ষতিগ্রস্তের তালিকা চাওয়া হয়েছে।’