নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী সাবেক দুই বারের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইলেন তারে মেয়ে ওয়াহিদা হোসেন রুপা।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে উঠান বৈঠকে মহিলাদের কাছে বাবা আব্দুস সালামের পক্ষে ভোট প্রার্থনা করেন।
ওয়াহিদা হোসেন রুপা বলেন, আব্দুস সালাম তিনি আমার বাবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের ভালোবাসা প্রার্থী হয়েছেন। দুই বার এমপি থেকে আপনাদের সেবায় কাজ করে গেছে। আর ১০টি দিন আমার বাবার জন্য কষ্ট করে যারা এখনও আসেনি তাদের আনার চেষ্টা করেন। ৭ তারিখ আমার বাবার জন্য সবাই একটা দিন সময় দিবেন। আপনারা সবাই মানছেন যে এই মানুষ টা ভাল উনি আপনাদের জন্য কাজ করবে। আমার মা বোনেরা সবাই সকাল ৮ টার দিকে গিয়ে ভোট দিয়ে আসবেন।
এসময় আরোও বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রস্তাবিত আহবায়ক তামান্না আক্তার,
যুগ্ন-আহবায়ক শিরিন আক্তার, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিল শফিকুল ইসলাম ভূঁইয়া, মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ: মোতালিব, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।