নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ইউসিসিএ লি: (বিআরডিবি) নির্বাচনে অব্যবস্থাপনা, অনিয়ম ও কারচুপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নির্বাচনের সভাপতি প্রার্থী আবু হোসাইন মো. ইয়াহিয়া।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নির্বাচন বাতিল পুণরায় ভোটার তালিকা সংযোজন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান নির্বাচন পরিচালনা কমিটির নিকট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি প্রার্থী আবু হোসাইন মো: ইয়াহিয়া জানান, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান ও বিআরডিবির কর্মকর্তা আশরাফুল আকন্দের পরিচালনায় মঙ্গলবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কিন্তুু অত্র নির্বাচনে এক তৃতীয়াংশ ভোটাররা তাদের ভোট প্রদান করতে না পারায় সভাপতি পদ প্রার্থী আবু হোসাইন মো. ইয়াহিয়া সুমন সহ ভোটাররা নির্বাচন বয়কট করেন। পাশাপাশি উক্ত নির্বাচনকে ষড়যন্ত্রমূলক ও পক্ষপাতিত্ব বলে অভিযোগ করেন।
ওই নির্বাচনে সুমনের বিপরীতের সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন দুলাল মিয়া। যেখানে ২২২ জন ভোটার রয়েছে, সেখানে মাত্র ৫৯জন ভোটার ভোট দিয়েছেন।
ইয়াহিয়া সুমন আরও জানান, সমাবায় বিধান অনুযায়ী ৪০০ টাকা সঞ্চয় ও ২০০ টাকা শেয়ার প্রদান করে ভোটার তালিকায় অন্তর্ভূক্তি হওয়ার জন্য সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুর ২টার মধ্যে ধারাবাহিকভাবে ২৯জন ভোটার তাদের তালিকা দাখিল করেন।
কিন্তু অজ্ঞাত কারনে নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত ২৯ জন ভোটারকে ভোটার তালিকা অন্তর্ভূক্ত করা হয়নি। যাহা ষড়যন্ত্রমূলক ও পক্ষপাতিত্ব করার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। উক্ত নির্বাচনে ভোট প্রদানে ব্যাহত ভোটাদেরকে ভোটার তালিকা সংযোজন পূর্বক সমবায় বিধি অনুযায়ী পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সুষ্ট ও সুন্দরভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। আর নির্বাচন সাফল্যমন্ডিত করাই আমাদের দায়িত্ব।
অপরদিকে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আশরাফুল আকন্দকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, এ বিষয়ে অভিযোগের একটি অনুলিপি পত্র হাতে পেয়েছি, বিষয়টি দেখছি।