ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন শো-রুমের ‘স্মার্ট গ্যালাক্সী পয়েন্ট’ উদ্বোধন করা হয়েছে। আজ (২৭জুলাই) বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজার কাচারী মোড়ে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক এম এ কাশেম, বিশিষ্ট চিকিৎসক মির্জা শাহান, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান প্রমুখ।
এসময় স্মার্ট গ্যলাক্সী পয়েন্ট শো-রুমের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ পল্লবের এবং মাসুদুর রহমান রিপনের পক্ষ থেকে পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু ও ডাক্তার এম এ কাশেমকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুম থেকে স্মার্টফোন ক্রয় করেন ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী রুমেল আহমেদ। এসময় প্রথম গ্রাহক রুমেল আহমেদের হাতে স্মার্টফোনটি তুলে দেন পৌর মেয়র।
উদ্বোধন শেষে পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের এমন অগ্রগতি হচ্ছে যেখানে পেছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। তাই স্মার্ট গ্যালাক্সী পয়েন্ট ডিজিটাল বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হবে।’