নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর মনোহরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো.রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান তামান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাহিমা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭জন দুঃস্থ মহিলাদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়।