
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পনা পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পালিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
এ উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, এমসিএইচ এফপি মেডিক্যাল অফিসার সৌদা আক্তার ডালিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন প্রমুখ।