নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি দুই বারের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম। রোববার (২৬ নভেম্বর)বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
মনোনয়ন ঘোষণার পরপরই নান্দাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড- নতুন বাজার হয়ে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। এসময় উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিটন,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম মাসুদ,ছাত্রলীগ নেতা মাহবুব হাসান জয় সহ প্রমুখ।