নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষকের সদ্য রোপণ করা আমন ধানের চারা মই দিয়ে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার চরনিখলা গ্রামে এ কর্মকান্ড করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল (২৩ আগস্ট) বুধবার ভুক্তভোগী কৃষক ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দত্তপাড়া গ্রামের আবুল কাশেম সরকার শিমরাইল গ্রামে কবির উদ্দিনের কাছ থেকে দীর্ঘ ১৮ বছর পূর্বে চরনিখলা মৌজায় সাড়ে ১৫ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। ওই জমিতে গত ১৯ আগস্ট শনিবার আবুল কাশেম আমন ধানের চারা রোপণ করেন। পরে গতকাল মঙ্গলবার রাতে কে বা কারা রাতের আঁধারে ১২ শতক জমির চারা মই দিয়ে বিনষ্ট করে ফেলে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ‘এবিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’