৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৬ হিজরি| ভোর ৫:০৭| বসন্তকাল|
শিরোনাম:
পাটগ্রামে হাট-বাজারের উন্নয়ন কাজের আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন  নান্দাইলে পিতৃপরিচয় ফিরে পেতে চান সন্তান রমজান  গফরগাঁওয়ে ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার পাইকগাছায় নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা তিস্তা নদী রক্ষা আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে পাটগ্রামে সুধী সমাবেশ অনুষ্ঠিত অসুস্থ যুবদল নেতার পাশে সরদার বকুল সাপোর্টার্স ফোরাম

শাকিবকে বুবলির হুমকি, সব ফাঁস করে দিব…

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১০, ২০২৩,
  • 324 Time View

সময় খবর ডেস্ক:

দেশের বিনোদন অঙ্গনে আলোচিত দুুই নাম শাকিব খান ও বুবলি। তাদের সঙ্গে আরেক নায়িকা অপু বিশ্বাসেরও প্রসঙ্গে উঠে আসে বার বার। এই তিন নায়ক-নায়িকাকে নিয়ে প্রায় খবর বের হয়।

এদিকে গতকাল বাংলাদেশের বর্তমান সময়ের নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খান বলেছেন তিনি আর তার সাবেক স্ত্রী বুবলির সঙ্গে অভিনয় করবেন না। বর্তমানে নতুন এক নায়িকার সঙ্গে অভিনয়ে ব্যস্ত তিনি।

জানা যায়, এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের পর আরেক জনপ্রিয় চিত্রনায়িকা বুবলিকে গোপনে বিয়ে করেন নায়ক শাকিব খান।

এমনকি দুই স্ত্রীর ২ সন্তানও রয়েছে। বুবলির সংসারেও আছে শেহজাদ নামে তাদের পুত্র সন্তান। এ খবরটি দীর্ঘদিন দেশের গণমাধ্যম থেকে আড়ালে রেখেছিলেন শাকিব ও বুবলি দু’জনই। তবে শেষ রক্ষা হয়নি। বুবলিই প্রথম সব প্রকাশ করে দেন। এর পর শুরু হয় নাটকীয়তা।

কিন্তু ঘটনা সামনে আসার পর বুবলির পরিণতি হয় অপু বিশ্বাসের মতোই। সাকিব তাকে ছেয়ে অন্য নায়িকা মানে তখন পুজা চেরীর সঙ্গে প্রেমের গুঞ্জন বাসাতে বাড়তে থাকে। অবশ্য পুজা কয়েক মাস চুপ থাকার পর সাকিব খানের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। এবং তার সঙ্গে আর ছবি করবেন না বলে ঘোষণা দেন।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব খান জানান, বুবলির সাথে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। এই সাক্ষাৎকারের পর শাকিবকে নিয়ে ১০ মে (বুধবার) ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লেখা পোস্ট করেন বুবলি। পাঠকদের জন্য লেখাটি হুবহু নিচে তুলে ধরা হলো-
মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলেনা..

আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?

কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি !!

শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাইনা, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো..

আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহও একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..

শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি..

কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?

এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..

আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..

বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি..

আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়না..

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে , ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়..

অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবন টাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনার ই ছিলো..

এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না…
এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ