ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নে ডিলারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সন্তুষ্ট প্রকাশ করছে সুবিধাভোগীরা।
জানা গেছে, ত্রিশাল উপজেলার প্রতি ইউনিয়নে একযোগে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম চলছে।
সরেজমিনে দেখা যায়, এ কর্মসূচির আওতায় সদর ত্রিশাল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার লুৎফুর রহমান ছলিমপুর গ্রামে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ শুরু করেন। এসময় অনেক সুবিধাভোগী সঠিক নিয়মে চাল পেয়ে সন্তুষ্ট প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানায়।
বাড়ি ফেরত যাওয়া সুবিধাভোগিরা বুধবার সকালে উপস্থিত হন চাল নিতে। বেলা ১১টার মাঝেই ডিলারের মাধ্যমে সুবিধাভোগীরা চাল সংগ্রহ করেন।
ডিলার লুৎফুর রহমান জানান, ত্রিশালে খাদ্যবান্ধব কর্মসূচিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ করে অসহায় সুবিধাভোগী মানুষের পাশে কাজ করতে পেয়ে আনন্দিত হয়েছি।