নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নান্দাইলে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল, সমন্বয়কারী হিসেবে পাট উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণের ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত আলী আকন্দ, নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার মোহাম্মদ আনিসুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী।
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন নান্দাইল উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মো. আতাউর রহমান।
পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে শেষে প্রশিক্ষার্থীদের একটি পাটের ব্যাগ,একটি কলম, একটি খাতাসহ ভাতা প্রদান করা হয়।